Surya Grahan 2022 : ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ, কখন শুরু-কোথায় দেখা যাবে?

 Chandra Grahan 2021 : ভারতে ঠিক ক'টায় চন্দ্রগ্রহণ? জ্যোতিষ মতে, যে মন্ত্র  জপলে বিপত্তি কাটবে - Dharm Religion - Aaj Tak Bangla

NASA-র মতে, ৩০ এপ্রিল গ্রহণের সময়, পৃথিবী থেকে দেখা চাঁদের দ্বারা সূর্যের ডিস্কের ৬৪ শতাংশ ব্লক হয়ে যাবে। চাঁদ, সূর্য এবং পৃথিবী একটি নিখুঁত সরলরেখা.সারিবদ্ধ না হওয়ার কারণ এই গ্রহনটিকে আংশিক বলা হবে। 

২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ৩০ এপ্রিল। বছরের প্রথম সূর্যগ্রহণ হলেও এটি আংশিক সূর্যগ্রহণ। এরপর ১৬ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে। ২০২২ সালে,মোট ৪টি গ্রহণ রয়েছে। যার মধ্যে ২টি সূর্যগ্রহণ এবং ২টি চন্দ্রগ্রহণ। ৪টি গ্রহণের মধ্যে ২টি গ্রহণ আগামী কয়েক দিনের মধ্যে ঘটতে চলেছে। 

সূর্যগ্রহণ কখন হয় ? 

NASA-র মতে, ৩০ এপ্রিল গ্রহণের সময়, পৃথিবী থেকে দেখা চাঁদের দ্বারা সূর্যের ডিস্কের ৬৪ শতাংশ ব্লক হয়ে যাবে। চাঁদ, সূর্য এবং পৃথিবী একটি নিখুঁত সরলরেখা সারিবদ্ধ না হওয়ার কারণ এই গ্রহনটিকে আংশিক বলা হবে। চাঁদ তার ছায়ার বাইরের অংশটুকুই পৃথিবীকে নিক্ষেপ করবে, যা পেনাম্ব্রা নামে পরিচিত।

গ্রহণ কখন শুরু হবে?
জানা গিয়েছে, সূর্যগ্রহণ শুরু হবে রাত ভারতীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে। এবং ভারতীয়  সময় অনুযায়ী ভোর ৪:০৭-এ শেষ হবে। EarthSky.org এর মতে, গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বিকেল ৪:৪১ নাগাদ। তখন চাঁদের ছায়ার শঙ্কুর অক্ষ পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে কাছে আসবে। গ্রহণ স্থায়ী হবে মোট তিন ঘণ্টা বাহান্ন মিনিট।

ভারতে দেখা যাবে ?
না ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ ও পশ্চিম আমেরিকা, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে। 

Previous Post Next Post