সাধারণ আনসার নিয়োগ ২০২২। Ansar VDP job Circula 2022

 

সাধারণ আনসার নিয়োগ ২০২২

সাধারণ আনসার নিয়োগ ২০২২ ৪০০ জন আনসার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সাধারন আনসারে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবারও আনসার বাহিনীতে সদস্য সংখ্যা বাড়ানোর জন্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। সাধারণ আনসার বাহিনীতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহীনীর একজন গর্বিত সদস্য। তাই আর দেরি না করে আজই আবেদন করুন। কারন এই বিজ্ঞপ্তির আবেদনের সময় খুবই কম। চাকরি প্রত্যাশীরা ০৭ জুলাই ২০২২, সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আরও চাকরির খবর পেতে ভিজিট করুন


সাধারণ আনসার নিয়োগ ২০২২ সার্কুলার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। ৫০৪৪৬ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৭৯৭ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার ষ্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন রেল ষ্টেশন এবং অন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তার বিধান করছেন।

প্রতিষ্ঠানের নামবাংলাদেশ সাধারণ আনসার
চাকরির ধরণসরকারি চাকরি
পদের নামসাধারন আনসার
নিয়োগ সংখ্যা৪০০ জন
যোগ্যতাজেএসসি/অস্টম শ্রেণি
প্রার্থীর বয়স১৮ থেকে ৩০ বছর পর্যন্ত
আবেদনকারী জেলানিম্নে এবং সার্কুলারে উল্লেখিত
আবেদন শুরু১৯ জুন ২০২২, রাত ১২টা
আবেদন শেষ০৭ জুলাই ২০২২, সন্ধ্যা ৬ টা
আবেদনের মাধ্যম অনলাইন

ওয়েবসাইটansarvdp.gov.bd


আনসার ভিডিপি নিয়োগ ২০২২ পদের বিবরণ

সংশ্লিষ্ট বাহিনীর নাম: বাংলাদেশ আনসার
সার্কুলার প্রকাশ: ১৬ জুন ২০২২ইং
পদের নাম: সাধারণ আনসার
শূন্য পদের সংখ্যা: ৪০০ টি
চাকরির ধরণ: ফুল টাইম
কাজের স্থান: বাংলাদেশের যে কোন স্থানে
মাসিক বেতন: ১৩,০৫০ থেকে ১৪,২০০/-
প্রদত্ত আবেদন ফি: ২০০/-
আবেদন মাধ্যম: অনলাইন, আবেদন শেষ হবে: ০৭-০৬-২০২২


আনসার ভিডিপি নিয়োগ ২০২২
# আনসার ভিডিপি নিয়োগ ২০২২

ব্যাটালিয়ন আনসার নিয়োগ ২০২২

শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা (নূন্যতম)

বয়সশিক্ষাগত যোগ্যতাশারীরিক যোগ্যতাঅগ্রাধিকার
১৮-২২ বছরএসএসসি/সমমান পাশউচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চিঅধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও র্সস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, (ভিডিটি/টিডিটি) মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
০৭/০৭/২০২২ তারিখে: সর্বনিম্ন ১৮ বছর
বুকের মাপ: ৩০/৩২ ইঞ্চি
২১/০৫/২০২২ তারিখে: সর্বোচ্চ ২২ বছর
দৃষ্টি শক্তি: ৬/৬

নতুন করে সাধারণ আনসার বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে সকল প্রার্থীরা এই বাহিনীতে যোগদিয়ে দেশের কল্যাণে কাজ করতে হতে চান তাদের জন্য সুখবর। আনসার বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোন মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না।

কোন অনিবার্য করনবসত প্রার্থী বাছাইয়ের তারিখ, সময় অথবা কেন্দ্র পরিবর্তিত হলে, সাধারন আনসার বাহিনীর ওয়েবসাইটে তা প্রদর্শন করা হবে। এমনকি আবেদনকারী প্রার্থীর দেওয়া মোবাইনম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আনসার ভিডিপি ফলাফল 2022

আনসার ভিডিপি ফলাফল 2021 2022










Previous Post Next Post