মুখে বরফ ঘষার উপকারিতা কী? কী ধরণের ত্বকের পক্ষে এটি উপকারী?

 মুখে বরফ ঘষার উপকারিতা কী? কী ধরণের ত্বকের পক্ষে এটি উপকারী? বরফ কি টোনারের  কাজ করে নাকি ব্রণ দূর করতে সাহায্য করে? - Quora

বরফ কি টোনারের কাজ করে নাকি ব্রণ দূর করতে সাহায্য করে? আমার মেয়ে কিছুদিন আগে কি যে অবস্থা ছিল কি বলবো ! 

গাল ভর্তি ব্রণ বিশেষ করে ডান গালটা। আগে কিচ্ছু ছিল না এখন শুরু হলো, কি জ্বালা ! 

 2-3 মাস অপেক্ষা করে ডাক্তার দেখাতে হলো। ডাক্তার কত যে ঔষধ দিল ! ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া অব্দি। কোনোটা আধঘন্টা রেখে ধুয়ে ফেলা, কোনোটা দুঘন্টা পর। তারপর আরেকটা লাগিয়ে বসে থাকা, আরেকটা সারারাত রেখে দেওয়া প্রভৃতি। সারাদিনই সে ঐ করে গেল। শান্তিতে যে কাজ করবে তার উপায় নেই। সারাক্ষণ ঘড়ি দেখে যাচ্ছে। কোন সময়ই মুখ খালি নেই। যখনই দেখি তখনই সারামুখে ফোঁটা ফোঁটা ঔষধ। যত দিন গেল তত বাড়তে লাগলো। এক একটা ডাম্বেল সাইজের হয়ে দাঁড়াচ্ছিল। ভয় পেয়ে সব ঔষধ বন্ধ করালাম। ডাক্তার হোয়াটাসআপে খবর নিলে আর জবাব দিই না। কি দেবো ? আবার হয়তো ঔষধ বদল করে দেবে। যাইহোক, তারপর সে নিজেই শুরু করলো বরফ চিকিৎসা। সকাল দুপুর আর রাতে একটা পরিষ্কার কাপড়ে একটা আইস কিউব নিয়ে ব্রণগুলোর ওপর চেপে রাখে। তারপর কাপড়টা ডেটল দিয়ে ধুয়ে মেলে রাখে। দেখতে দেখতে ডাম্বেলগুলো ছোট হয়ে গেল। লালচেভাব কমে গেল। সব মিলে দু সপ্তাহ হবে এই মুহূর্তে কিছু দাগ আছে ঠিকই কিন্তু সেই সাংঘাতিক ব্যাপারটা আর নেই। মুখে বরফ ঘষলে জ্বর আসে না ভাগ্যিস নইলে দিল্লির এই ঠান্ডায় নির্ঘাত মেয়ের নিউমোনিয়া হতো। বরফ সবসময়ই টোনারের কাজ করে ..বিশেষ করে তৈলাক্ত ত্বকে। বরফের ঠান্ডায় ত্বকের রোমকূপগুলো বন্ধ হয়ে যায় তাই তেল নিঃসরণ বন্ধ হয়। বরফ ফোলাভাব কমায় তাই ব্রণের আকারেও পরিবর্তন আসে। লালচেভাবও কমায়। এই চিকিৎসা এমনিতেও সবার ক্ষেত্রেই উপকারি এবং গরমকালে তো অবশ্যই।

 লেখক:


অ্যানথ্রপলজি নিয়ে পড়াশুনা করেছেন1988


Previous Post Next Post